সহজ শ্যাম ললিত অঙ্গ
পীঠ ওড়ন পাসরি।
হাস বিমল, বয়ান কমল
অরুণ-নয়ন -চাতুরি।।
দেখ রী সখি, নিপ মূল
চূড়া ভালে ভাউনী।
বিম্ব অধর, মুরুলী মধুর,
মন্দ মধুর গায়নী।।
কনক ভূষণ অঙ্গ অঙ্গ
পরম সুন্দর মাধুরী।
পীত বসন, কটি এ সন
ঐছন থীর বীজুরি।।
শ্রবণে … মকর কুণ্ডল
উজোর তায়ে গেলনি।
জ্ঞানদাস,… অমল কমল,
চরণে মাঙে নিছনি।