সহজ আচার সহজ বিচার
সহজ বলিব কায়।
না জানি মরম করে আচরণ
এ বড় বিষম দায়।।
না জানি ধরম না জানি মরম
আচরিতে করে আশ।
ত্রিণবের গান শুনিয়া যেমন
কাকে করে অভিলাষ।।
সুধাকর দেখি খদ্যোত যেমন
সমতেজ হতে চায়।
শত শত কোটি করয়ে উদয়
তবু তার যোগ্য নয়।।
পারিজাত পুষ্প দেবের দুর্লভ
কপিতে করয়ে আশ।
শিবনৃত্য দেখি ভূতগণ নাচে
দেবের সমাজে হাস।।
এমন যে জন নিত্য সহজ ঘটায়
আচরিতে করে আশ।
বাশুলী আদেশে ভণে চণ্ডীদাসে
নরকে হইবে বাস।।