সহজ আচার সহজ বিচার
সহজ বলিয়ে কায়।
কেমন বরণ কিসের গঠন
বিবরিয়া কহ তায়।।
শুনি নন্দসুত কহিতে লাগিল
শুন বৃকভানু-ঝি।
সহজ পীরিতি কোথা তার স্থিতি
আমি না জেনেছি শুনেছি।।
আনলের আলস ক্ষীরোদ সায়র
প্রেমবিন্দু উপজিল।
গদ্য পদ্য হয়ে কামের সহিতে
বেগেতে ধাইয়া গেল।।
বিজুরি জিনিয়া বরণ যাহার
কুটিল স্বভাব যায়।
যাহার হৃদয়ে করয়ে উদয়
সে অঙ্গ করয়ে তার।।
এমতি আচার ভজন যে করে
শুনহ রসিক ভাই।
চণ্ডীদাস কহে ইহার উপরে
আর দেখ কিছু নাই।।