সহজে নিতাইচাঁদের রীত।
দেখি উনমত জগতচীত।।
অবনি কম্পিত নিতাইভরে।
ভাইয়া ভাইয়া বলে গভীর স্বরে।।
গৌর বলিতে সৌরহীন।
ভাইর ভাবে কান্দে রজনী দিন।।
শ্রীমুখকমলে সে গুণগাথা।
ঢর ঢর দুই নয়ন রাতা।।
নিতাই চরণে সে করে আশ।
বৃন্দাবন তার দাসের দাস।।
সহজে নিতাইচাঁদের রীত।
দেখি উনমত জগতচীত।।
অবনি কম্পিত নিতাইভরে।
ভাইয়া ভাইয়া বলে গভীর স্বরে।।
গৌর বলিতে সৌরহীন।
ভাইর ভাবে কান্দে রজনী দিন।।
শ্রীমুখকমলে সে গুণগাথা।
ঢর ঢর দুই নয়ন রাতা।।
নিতাই চরণে সে করে আশ।
বৃন্দাবন তার দাসের দাস।।