সহজে নারীর, অধিক জীবন,
তাহে পিরীতের লেশ।
ইথে কি জগতে , কেহ ভাল বলে,
যাইতে কি হেন দেশ।।
সখি গো তোমারে কহিতে কি।
এ রস লালস, সব সম্ভাষণা,
এ নাকি নহিলে জী।।
হিয়ার অভিলাষ, যতেক বিলাস,
সে পুন পাইয়ে হাতে ।
বিধির লিখনে, কালা বন্ধু সনে,
রাতি দিনে মুঞি, সম্বিত না পারি
দেখি বড় পরমাদে।
জ্ঞানদাসে বলে, ও মুখ দেখিতে,
কাহার না যায় সাধে।।