সহজহি আনন সুন্দর রে
ভঁউহ সুরেখলি আঁখি।
পঙ্কজ মধু পিবি মধুকর
উড়এ পসারএ পাখি।।
ততহি ধাওল দুহু লোচন রে
জতহি গেলি বর নারি।
আসা লুবুধল ন তেজএ রে
কৃপনক পাছু ভিখারি।।
ইঙ্গিত নয়ন তরঙ্গিত দেখল।
বাম ভঁউহ ভেল ভঙ্গ।
তখনে না জানল তেসরে
গুপুত মনোভব রঙ্গ।।
চন্দনে চরচু পয়োধর
গৃম গজমুকুতা হার।
ভসমে ভরল জনি শঙ্কর
সির সুরসরি জলধার।।
বাম চরণ আগুসারল
দাহিন তেজইতে লাজ।
তখন মদন সরে পূরল
গতি গঞ্জএ গজরাজ।।
আজ জাইতে পথ দেখলি রে
রূপে রহল মন লাগি।
তেহি খন সঞাে গুণ গৌরব রে
ধৈরজ গেল ভাগি।।
রূপ লাগি মন ধাওল রে
কুচ কঞ্চন গিরি সাঁধি।
তেঁ অপরাধে মনোভব রে
ততহি ধএল জনি বাঁধি।।
বিদ্যাপতি কবি গাওল রে
রস বুঝ রসমন্তা।
রূপনরায়ণ নাগর রে
লখিমা দেবিক সুকন্তা ।।