সহজই শ্যাম সুকোমল সুশীতল
দিনকর কিরণে মিলায়।
সো তনু পরশে পবন লব পরশিতে
মলয়জপঙ্ক শুকায়।।
সখি হে কতএ বুঝাওব নীত।
কানু কঠিন পথ কয়ল আরোহণ
গুণি গুণি তোহারি পিরীতি।।ধ্রু।।
অনুখণ দুয় নয়নে নীর তেজই
বিরহঅনলে হিয়া জারি।
পাবকপরশনে সরস দারু জনু
এক দিশে নিকসয়ে বারি।।
সজল কমলদলে শেজ বিছাওই
শূতই অতি অবসাদে।
জ্ঞানদাস কহ চামর ঢরইতে
অধিক উপজে পরমাদে।।