সহজই শ্যাম রূপ অতি মোহন
মনোহর ভঙ্গিম অঙ্গ।
ব্রজবনিতারসে অবশ নিরন্তর
লহু লহু চলই রহই তিরিভঙ্গ।।
আজু কি বনাওল মোহন ভাঁতি।
শিরে বরিহাবলি বলিত বকুল ফুল
মালতি মধুপীমধুপকুল মাতি।।ধ্রু।।
লীলারভস হাস সরসামৃত
রতিপীতিমতি কো ফান্দ।
জগবৈচিত্রা- কলা তঁহি নিয়মিত
অপরূপ শ্যামরু চান্দ।।
মণি ভূখণ- কিরণ শশি-ঝলমলি
নবজলধর তনুআভা।
জ্ঞানদাস কহ নবীন কিশোর দেহ
কাহে না লাগয়ে লোভা।