সহজই রূপ কলাগুণ আগর
নাগর বিদগধরাজ।
হেরইতে কিশোর কুসুমধনু অলখিতে
পৈঠল অন্তর মাঝ।।
সজনি পড়ল অকাজ।
হেরি হারাইলুঁ নারী ধরম ধন
ধৈরজকুলশীললাজ।।
কিয়ে মুখচন্দ্রক শিরে শিখিচন্দ্রিকা
মেঘে বাসবধনু চন্দ।
অতি অপরূপ উদিত অবনী-তলে
মিলিত শরদরবিন্দ।।
তা সঞে বিজুরি খেলি উজোর নখতপাঁতি
লাবণি কো করু ওর।
লীলাজলনিধি মাঝে হাম ডুবলুঁ
জ্ঞানদাস মন ভোর।।