সহজই তনু তিরিভঙ্গ।
এমন হইয়া এত রঙ্গ।।
যাবে তুমি সুন্দর হইতা।
তবে নাকি কাহারে থুইতা।।
আপনা চতুর হেন বাস।
কি দেখিয়া কি বুঝিয়া হাস।।
চাহিতে সঘনে আঁখি চাপ।
পরনারী দেখিয়া না কাঁপ।।
না জানি মরমে কিবা ভাবো।
তেঁঞি সে বাতাসে রসে ডুবো।।
জ্ঞানদাস কহে শুন শ্যাম।
আপনা না ভাব অনুপাম।।