সহজই কুলবতী বালা।
সো কি সহই প্রেমজালা।।
তাহে গুরুগঞ্জন বোল।
অহনিশি অন্তর ডোল।।
তাহে নিতি প্রেমতরঙ্গ।
জোরি কবহুঁ নহ ভঙ্গ।।
দুরজন সঙ্গ সঞ্চারি।
ব্যাধমন্দিরে জনু শারী।।
সকল কহব কানুঠাম।
ইথে কি কহয়ে পরিণাম।।
জ্ঞানদাস কহ তায়।
পরিণামে বড়ই সে দায়।।