সহচর সঙ্গে রঙ্গে শচীনন্দন বিহরই সুরধুনি-তীর।
নানাবিধ কৌতুক কেলি বিশারদ সভে সময় রসধীর।।
অপরূপ গৌরবিলাস।
নাচত গাওত যন্ত্র বাজাওত কৈ কৈ হাস পরিহাস।
গদাধর সঙ্গে পহু সরস সম্ভাষই পুলকে পূরল প্রতি অঙ্গ
নাহ নাহ বচন কণ্ঠ হি কেবল প্রকাশয় ভাবকদম্ব।।
ছোড়ি নিশ্বাস তহি মহি গিরল গদাই।
পুরুষোত্তম পাশ।
গদাধর কোর লই ভাব সম্বরণ কুরু
না বুঝল গোবিন্দদাস।