সহচরী ধায় আনিতে চেতনী

সহচরী ধায় আনিতে চেতনী
আনি আহীরিণী এক।
দেখিয়া নাটিকা করে কর ধরি
বুঝিল যে পরতেক।।
নহে জ্বর জ্বালা দেব অপঘাত
কোন বা বায়ুর জোর।
বুঝিতে নারিল নাটিকা চঞ্চল
না হয় এ জ্বর জ্বালা।
নহে দেবঘাত নহে সন্নিপাত
নহে উপদেশ খেলা।।
”নাটিকা ভিতরে কিছু না পাইল
শুন বৃকভানু রাজে।
দেখি তন্ত্র মন্ত্র ঝারিয়ে সুতন্ত্র
বসিয়ে ঘরের মাঝে।।”
আনি স্বর্ণ ঝারি তাহা করে ধরি
পড়ে মন্ত্র বারে বার।
ঝারি আনিবার তন্ত্র করি সার
চৈতন্য না হয় তার।।
তার পর গলে বাঁধি কুতূহলে
ঔষধি বাঁধিল রামা।
নহে নিবারণ দ্বিগুণ বাড়ল
তাহে কিছু নাহি ক্ষমা।।
অনেক প্রকার প্রবন্ধ করিল
তাহাতে না হয় ভাল।
আর কোন মন্ত্র ঝারিয়ে সুতন্ত্র
কাণে শুনাইল তান।।
জ্বালিয়া আনল তাহে ধূণা দিল
মায়ের নির্ম্মিত বাণ।
উপদেব হত তখনি ছাড়িত
দ্বিজ চণ্ডীদাস গান।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ