সহচরি বদন চাহি ধনি আকুল
কহতহি কাতর বাণী।
অলপহি দোষে উপেখিনু মাধব
জীবন করত কিয়ে জানি।।
সখি হে হাম হে আগেয়ানি।
পায়ল প্রেম-পরশমণি নাগর
তেজল গুণ নাহি জানি।।
তুহু চতুরাই ধাই সব আয়লি
কে না সমুঝলি কাজ।
বেদন জানি যতনে সব থায়লি
সঘনে বাজায়লি সাজ।।
তবে কাহে ঐছে রতনধন তেজব
দারুণ করব বিবাদ।
গোবিন্দদাস কহ তেজ ধনি কুলবতি
রাখবি কুল মরিয়াদ।।