সহচরি তুহুঁ যদি সাগরে ডারসি
তাহিঁ ডারি নিজ দেহ।
জগজন জানি কহই কুলটা যদি
মঝু দারুণ ভয় এহ।।
সজনি কো যদি করু পরিবাদ।
তৈখনে ধরম করম সব মীটব
টূটব কুল মরিযাদ।।
রাইক মরম জানি পহুঁ সহচরি
কহতহিঁ গদগদ ভাষ।
এত পরিণাম কাহে তুহুঁ ভাবসি
হাম জানিএ নিজপাশ।।
সুন্দরি বসন ভূষণ মণি আভরণ
যতনহিঁ পীন্ধহ অঙ্গে।
দীনবন্ধু ভণ কোই না জানব
হাম যাওব তুয়া সঙ্গে।।