সহচরি চাতুরি সেবন অশেষ।
বিবিধ ভুঞ্জায়ল সরস বিশেষ।।
খলিত শিখণ্ড চূড় কবরি বিথার।
সবহুঁ সমারল গলিত শিঙ্গার।।
মৃগমদ কুঙ্কুম চন্দনপঙ্ক।
কুসুমক হার সাজাওল অঙ্গ।।
কিয়ে কিয়ে এ দুহুঁ প্রেমক রীত।
আন আন হেরি আন ভেল চীত।।
রসিক সুনাহ কতহুঁ রস জান।
লালস ভরি হেরূ ধনিক বয়ান।।
রাধা রমণি রমণ মতি হেরি।
আলিক জালে বুঝায়ল ফেরি।।
সহচরি যুথ সমুঝে দুহুঁ কাজ।
ওতে ওতায়ল ঘূম বিয়াজ।।
কেলি দরশ রস লালস আতি।
তরল লতা সঞে নয়নক পাঁতি।।
কুঞ্জলতা তব কেলি বিলাস।
দরশি পুরাওব কৃষ্ণকান্ত আশ।।