সহচরি অনুচরি করি অনুমান।
দেহলি লাগি বুঝে রজনী সন্ধান।।
জাগল নাহি দেখল এক লোক।
সুখ সঞে শূতল নাহি দুখ শোক।।
বাটক কন্টক সব ভেল দূর।
সবে এক জাগয়ে মনমথ শূর।।
নগর নীরব নিরজন বাট।
দুরজন নয়নহিঁ লাগল কপাট।।
শেখর কহতহিঁ পন্থ বিচার।
অভিসর সুন্দরি ভয় নাহি আর।।