সরস বসন্ত সময় ভল পাওলি
দছিন পবন বহু ধীরে।
সপনহুঁ রূপ বচন এক ভাখিএ
মুখ সৌঁ দূূরি করু চীরে।।
তোহর বদন সন চান হোঅথি নহি
জইও জতন বিহি দেলা।
কএ বেরি কাটি বনাওল নব কয়
তইও তুলিত নহি ভেলা।।
লোচন তুঅ কমল নহি ভএ সক
সে জগ কে নহি জানে।
সে ফেরি জাএ নুকেলাহ জল-ভএ
পঙ্কজ নিজ অপমানে।।
ভনই বিদ্যাপতি সুনু বর জৌবতি
ঈ সভ লছমী সমানে।
রাজা সিবসিংঘ রূপনরায়ন
লখিমা দেই পতি ভানে।।