সরদক চান্দ সরিস তোর মুখ রে।
ছাড়ল বিরহ অঁধারক দুখ রে।।
অমিল মিলল অছ সুদৃঢ় সমাজ রে।
পুরুবক পুন পরিনত ভেল আজ রে।।
হেরি হল সুন্দরি সুনহি বচন রে।
পরিহর লাজ সুলহি মন মোর রে।।
রসমতি মালতি ভল অবসর রে।
পিবও মধুর মধু ভূষল ভমর রে।।
উপগত পাহোন রিতুপতি সাহ রে।
অপনুক অঙ্গিরল কর নিরবাহ রে।।
সুপুরুষে পাওল সুমুখি সুনারি রে।
দৈবে মেরাওল উচিত বিচারি রে।।