সময় জানি সব সখিগণ আই।
আনন্দে মগন ভেল দুহুঁ-মুখ চাই।
দুহুঁজন-সেবন সখিগণ কেল।
চৌদিগে চান্দ হেরি রহি গেল।।
নীলগিরি বেঢ়ি কিয়ে কনকের মাল।
গোরি-মুখ সুন্দর ঝলকে রসাল।।
বানরি রব দেই কখ্খটি নাদ।
গোবিন্দদাস কহ শুনি পরমাদ।।
সময় জানি সব সখিগণ আই।
আনন্দে মগন ভেল দুহুঁ-মুখ চাই।
দুহুঁজন-সেবন সখিগণ কেল।
চৌদিগে চান্দ হেরি রহি গেল।।
নীলগিরি বেঢ়ি কিয়ে কনকের মাল।
গোরি-মুখ সুন্দর ঝলকে রসাল।।
বানরি রব দেই কখ্খটি নাদ।
গোবিন্দদাস কহ শুনি পরমাদ।।