সময় জানিয়া ভানুর বালা।
নিকসে যেমন চাঁদের মালা।
পরিধান নীল পট্ট শাড়ী।
অঞ্চলে বাঁধয়ে নব কস্তুরী।।
চাঁচর চিকুরে বাঁধে কবরী।
শশী করে আলো চৌদিগে ঘেরি।।
সিঁথাতে শোভিত সোনার সিঁথি।
তাহাতে দুলিছে কনক মোতি।।
কপালে সিন্দুর চন্দন বিন্দু।
উদয় হইল অরুণ ইন্দু ।।
নাসায় শোভিত সুন্দর বেশর।
মৃগমদ বিন্দু চিবুক-উপর।
কর্ণে শোভিত সোনার ফুলে।
মুখে মৃদু হাসি আধ যে বলে।।
কণ্ঠমালা কণ্ঠেতে ঘেরি।
নীলমণি-হার কাঁচলী পরি।।
বাহুবন্ধ তাহে সোনার ঝাঁপা।
কি শোভা হয়েছে দেখ বিশাখা।।
নীলমণি-চুড়ি ভুজের আগে।
রতন কাঞ্চন তাহার যুগে।।
রতন পহুঁচে তাহার পরে।
মাণিক অঙ্গুরী অঙ্গুলী পরে।।
ক্ষীণ-কটিমাঝে রতন কিঙ্কিণী।
রাম রম্ভা জিনি উরুয় বলনি।।
পদতলে কত চাঁদের ধটী।
তাহার উপরে সোনার পাটি।
সোনার শিকলি তাহার পরে।
মরাল নূপুর বাজিছে জোরে।
তাহার উপরে ঘুঘুর ঘন।
রতন চুটকি হইলা জ্ঞান।।