সভে বলে সুজন-পিরিতি যেন হেম।
বিষম হইল মোরে কালিয়ার প্রেম।।
এ ঘর-বসতি মোরে লাগে যেন শেলি।
ঝুরিয়া ঝুরিয়া কান্দে পরাণ-পুতলি।।
যতেক পিরিতি পিয়া করিয়াছে মোরে।
আখরে আখরে লেখা হিয়ার ভিতরে।।
হাসিয়া পাঁজর-কাটা যে বল্যাচ্ছে বাণী।
সোঙরিতে চিতে উঠে আগুণের খনি।।
নিরবধি বুকে থুঞা চাহি চৌখে-চৌখে।
এ বড় দারুণ শেল ফুটি রৈল বুকে।।
বলরাম দাস বলে না ভাব সুন্দরি।
শ্যামসুন্দরের প্রেম সুধার লহরী।।