সব সখিগণ মেলি করল পয়ান।
কৌতুকে কেলি-কুণ্ডে অবগান।।
জলমাহা পৈঠল সখিগণ মেলি।
দুহুঁ জন সমর করত জল-কেলি ।।
বিথারল কুন্তল জরজর অঙ্গ।
গহন সমরে দেই নাগর ভঙ্গ।।
সখিগণ বেড়ল শ্যামর -চন্দ।
গোবিন্দদাস হেরি রহু ধন্দ।।