সব নব পল্লব লাগল মনভব
বিহি করু সব অব শেষ।
কোন আষঢ়ে শেল হিয়ে গাঢ়ল
বাঢ়ল গাঢ় কলেশ।।
গগনহি সঘন ঘনহি ঘন গরজন
দামিনি দশ দিশ পাত।
যামিনি ঘোর তিমির-ভর হেরইতে
থরহরি কাঁপায়ে গাত।।
সব নব পল্লব লাগল মনভব
বিহি করু সব অব শেষ।
কোন আষঢ়ে শেল হিয়ে গাঢ়ল
বাঢ়ল গাঢ় কলেশ।।
গগনহি সঘন ঘনহি ঘন গরজন
দামিনি দশ দিশ পাত।
যামিনি ঘোর তিমির-ভর হেরইতে
থরহরি কাঁপায়ে গাত।।