সব নব পল্লব লাগল মনভব
বিহি করু সব অব শেষ।
কোন আষঢ়ে শেল হিয়ে গাঢ়ল
বাঢ়ল গাঢ় কলেশ।।
গগনহি সঘন ঘনহি ঘন গরজন
দামিনি দশ দিশ পাত।
যামিনি ঘোর তিমির-ভর হেরইতে
থরহরি কাঁপায়ে গাত।।