সবহুঁ গায়ত সবহুঁ নাচত
সবহুঁ আনন্দে বাধিয়া।
ভাবে কম্পিত লুঠত ভূতলে
বেকত গৌরাঙ্গ-কাঁতিয়া।।
মধুর মঙ্গল মৃদঙ্গ বাওত
চলত কত কত ভাতিয়া।
বদন গদগদ মধুর হাসত
খসত মোতিম পাতিয়া।
পতিত কোলে ধরি বোলত হরি হরি
দেওত পুন প্রেম যাচিয়া।।
অরুণ লোচনে বরুণ ঝরতহিঁ
এ তিন ভুবন ভাসিয়া।
এ সুখ সায়রে লুবধ জগ-জন
মুগধ ইহ দিন রাতিয়া।
দাস গোবিন্দ রোয়ত অনুখন
বিন্দু কণ আধ লাগিয়া।।