সবহুঁ আপন ভবনে গেল।
সুবদনি-চিতে চমক ভেল।।
নাসা পরশি রহল ধন্দ।
ইষত হাসয়ে বয়ন-চন্দ।।
সখি হে অপরূপ বর-কান।
কাঁহা গেও মঝু সে হেন মান।।
যে কিছু কয়ল রসিক-রাজ।
কহিতে অবহুঁ বাসিয়ে লাজ।।
বিদ্যাপতি কহে ঐছন কান।
দাস গোবিন্দ ও রস ভান।।