সপন দেখল হম সিবসিংঘ ভূপ।
বতিস বরস পর সামর রূপ।।
বহুত দেখল গুরুজন প্রাচীন।
অব ভেলহু হম আয়ু বিহীন।।
সমটু সমটু নিঅ লোচন নীর।
ককরহু কাল ন রাখথি থীর।।
বিদ্যাপতি সুগতিক প্রস্তাব।
ত্যাগ কে করুনা রসক স্বভাব।।