সপন দেখল পিয় মুখ অরবিন্দ ।
তেহি খন হে সখি টুটলি নিন্দ।।
আজ সগুন ফল সম্ভব সাঁচ।
বেরি বেরি বাম নয়ন মোর নাচ।।
আঙ্গন বইসি সগুন কহ কাক।
বিরহ বিভঞ্জন দিনপরিপার।।
আজ দেখব পিয় অলখক চান।
বিদ্যাপতি কবিবর এহ ভান।।
সপন দেখল পিয় মুখ অরবিন্দ ।
তেহি খন হে সখি টুটলি নিন্দ।।
আজ সগুন ফল সম্ভব সাঁচ।
বেরি বেরি বাম নয়ন মোর নাচ।।
আঙ্গন বইসি সগুন কহ কাক।
বিরহ বিভঞ্জন দিনপরিপার।।
আজ দেখব পিয় অলখক চান।
বিদ্যাপতি কবিবর এহ ভান।।