সপনে দেখল হরি গেলাহুঁ পুলকে পূরি
জাগল কুসুমসরাসন রে।
তাহি অবসর গোরি নীন্দ ভাঙ্গালি মোরি
মনহি মলিন ভেল বাসন রে।
কী সখি পওলহ সুতলি জগওলহ
সপনেহুঁ সঙ্গ ছড়ওলহ রে।
সামর সুন্দর হরি রহল আঞ্চর ধরি
ফোঅইতেঁ কিঙ্কিনি মালা রে।
আওর কহব কত রস উপজল জত
কে বোল কাহ্ন গোআলা রে।
সসরি সঅনসিম হরি গহলিহুঁ গিম
মুখে মুখে কমল কমল মিলুরে
পুরলি সকল সিধি সহজেঁ আইলি নিধি
তোর দোখে দইব অধোলিলিহু রে
ভনই বিদ্যাপতি অরে রে বরযুবতি
অনুসঅ পেম পুরাণা রে।
রাজা সিবসিংহ রূপনারাএন
লখিমাদেবী রমানা রে।