সপনে দেখল হরি উপজল রঙ্গে।
পুলকে পুরল তনু জাগু অনঙ্গে।।
বদন মেরাএ অধর রস লেলা।
নিসি অবসান কাহ্ন কঁহা গেলা।।
কা লাগি নীন্দ ভাঁগলি বিহি মোর।
ন ভেলে সুরত সুখ লাগল ভোর।।
মালতি পাওল রসিক ভমরা।
ভেল বিয়োগ করম দোস মোরা।।
নিধনে পাওল ধন অনেক জতনে।
আঁচর সয়ঁ খসি পলল রতনে।।