সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্করি।
প্রেমাবেশে বিদায় হইলা গৌরহরি।।
তিন দিন রাঢ় দেশে করিলা ভ্রমণ।
কৃষ্ণ নাম না শুনিয়া করয়ে রোদন।।
গোপবালকের মুখে শুনি হরিনাম।
প্রেমানন্দে তাহাঁ প্রভু করিলা বিশ্রাম।।
শ্রীচন্দ্রশেখরে পাঠাইয়া নবদ্বীপে।
নিত্যানন্দ আইলা সঙ্গে গঙ্গার সমীপে।।
গঙ্গাস্নান করিয়া চলিলা শান্তিপুরে।
শ্রীচন্দ্রশেখর আইলা নদীয়া নগরে।।
সভাকারে কহিলেন প্রভুর সন্ন্যাস।
কান্দয়ে নদীয়ার লোক কান্দে প্রেমদাস।।