সন্ধ্যাসময় গৃহে আওল যদুপতি
যশোমতি আনন্দচীত।
প্রদীপ জারি থারি পর ধরলহিঁ
আরতি করি কত গাওত গীত।।
ঝলকত ও মুখচন্দ্র।
ব্রজরমণীগণ চৌদিগে বেড়ল
হেরইতে রতিপতি পড়লহিঁ ধন্দ।।
ঘন্টা তাল মৃদঙ্গ বাজাওত
সখিগণ ঘন ঘন জয় জয়কার।
বরিয়ত কুসুম দেবগণ হরষিত
আনন্দ জগজন নগর বাজার।।
শ্যামর অঙ্গে মনোহর মুরছিত
বলি বনমালী আছান বিরাজ।
গোবিন্দদাস কহে ও রূপ হেরইতে
সংশয় যৌবনে পড়লহি বাজ।।