সজল পঙ্কজ-দল পদুমিনি আলী।
পরশিতে তরসি চমকে বনমালী।।
সো তনু ছটফটি হেরি হিয়-সাধে।
লেপইতে চন্দনে লাখ হয়ে বাধে।।
শুন শুন সুন্দরি পড়লহি চরণে।
না জানি কি হয়ে তুয়া বিরহক বদনে।।
তিলে কত মুরছি পড়য়ে পহু ভোর।
অনুখণ গলয়ে নয়নে বহু লোর।।
ফুকরি ফুকরি ঘন রোয়ই শ্যাম।
ঘর ঘর শবদে লেই তুয়া নাম।।
তাহে বেঢ়ি রোয়ই প্রিয় সখিগণ।
বুঝি আওলুঁ হম তুহারি সদন।।
তুহুঁ মানিনি অতি করসি উদাস।
কিয়ে সমুঝায়ব গোবিন্দদাস।।