সজল নয়নে রয়নি জাগি।
সেবলোঁ চরণ হৃদয়ে লাগি।।
দারুণ মদন যে দুঃখ দেল।
মুরছি চেতন রতন লেল।।
এ সখি এ সখি তুহুঁ সে জান।
যৈছন সেবক নাগর কান।।
খলক বচনরচনে রাই।
নিঠুর হৃদয়ে ভৈ গেল তাই।।
তুহুঁ সে যতেক কহলি হিতে।
অহিত অহিত কয়লি চিতে।।
অতয়ে সে ধিক্‌ মরম জানি।।
বিজন আওলোঁ মরণ মানি।
কাম সাগরে মরব হামে।
জপত জপত বেকত নামে।।
যৈছনে পায়ব সো পদ রাতা।
তৈছন যতনে সেবব ধাতা।।
যৈছনে পূরব মন উলাস।
করব তৈছন গোবিন্দদাস।।