সজল জলদ অঙ্গ মনোহর
ছটায় চাহিল নহে।
ঈষৎ হাসিয়া মনের আকুতি
অরুণ নয়ানে কহে।।
আজু কি পেখলুঁ বিনোদ নাগর
কেলি কদম্বের তলে।
রূপ নিরখিতে আঁখির লাজ
ভাসিল আনন্দ জলে।।
বৌল মাল দিয়া কুন্তল টানিয়া
ময়ুরপুচ্ছের ছান্দে।
রঙ্গিণী লোচন খঞ্জন বাঁধিতে
পাতিল বিষম ফান্দে।।
মকর কুণ্ডল রঙ্গে দোলয়ে
গণ্ড দরপণ ভানে।
ভালে সে মদন তাহে বিম্বিত
গোবিন্দদাসিয়া জানে।।