সজনী পেখলুঁ অপরুপ বালা।
হিমকর মদন মিলিত মূখমণ্ডল
তা পর জলধরমালা।।ধ্রু।।
চঞ্চল নয়নে হেরি মুঝে সুন্দরি
মুচকাওই ফিরি গেল।
তৈখনে মরমে মদনজর উপজল
জিবইতে সংশয় ভেল।।
অহনিশি শয়নে সপনে আন না হেরিয়ে
অনুখণ সোই ধেয়ান।
তাকর পিরীতিকি রিতি নাহি সমুঝিয়ে
আকুল অথির পরাণ।।
মরমক বেদন তোহে পরকাশল
তুহুঁ ধীর চতুক সুজান।
সো পুন মধুর মুরতি দরশাওবি
দাস রাধাবল্লভ গান।।