সজনী নিকরুণ হৃদয় তাহারি।
অব ঘর যাইতে ঠাম নাহি পাইয়ে
পরিজন পাড়য়ে গারি।।
কৌতুকে দুহুঁ কুল কমল তেয়াগলুঁ
সো পদ পঙ্কজ আশে।
পাউখক মীন দীন যৈছে লাগল
না গুণল মরণ-আসে।।
গগনক চান্দ পানি তলে বারলুঁ
সাগরে নগর-বেভার।
অমিয়া ঘটভরি হাথ পসাবলুঁ
বাঢ়ল গরলক ধার।।
সুর তরুতলে হম জনম গোঙায়ব
ঐছন চিতে ছিল ভান।
জ্ঞানদাস কহ সো দিন দুর গয়ো
কঠিন ভেল অব কান ।।