সজনী তোর ভাল নাহয় রীতি, গোপালসনে মাঠে আসি ভাঙ্গিলে পীরিতি । হে
অঙ্গের মাধুরী তোর খেয়েছে সব ঘূণে, নাজানি কার প্রেমে মজে আছ নিগূঢ় বনে। হে
সখীসনে বেহারকর ধামালী খেলাও কল্প-তরু পানে কিছু ফিরিয়ে নাচাও। হে
কালেকালে হবেরে তোর হস্তে গলে বন্ধ,যশোদা মন্দিরে গেলে আঁখি হবে অন্ধ হে।
ভূতালয় ভূতের সনে কর উলামেলা, গোপাল তোমার রৈল কোথা সন্ধ্যা হৈল বেলা। হে
শুনরে সোনা বাজাও বীণা অনুরাগের সাথে, ধেনু নিয়ে বাড়ী চল যাইও না কুপথে। হে
গোপাল হারিয়ে গেলে হাতে দিব কড়ি, জেলখানায় বাঁধিয়ে নিয়ে পায়ে দিব বেড়ী। হে
দীনহীন জহুরে বলে মনে রাখ ডর, সামান্য কালের জন্য মধুপুর ঘর।