সজনী অনুভবি ফাটয়ে পরাণ।
যো শচিনন্দন পুরবহি গোকুলে
আনন্দ সকল-নিদান।।
সোই নিরন্তর কাতর-অন্তর
বি-বরণ বিহরক ধুমে।
ঘামহি ঝর ঝর সকল কলেবর
অহনিশি শুতি রহু ভূমে।।
নিরবধি বিকল জ্বলত মঝু মানস
করতহিঁ কৈছন রীত।
কৈছে জুড়ায়ত সোই যুগতি কহ
তিল এক হোয়ে সম্বীত।।
এক কহি গৌর পুকরি পুন রোয়ত
ডুবত বিরহ-তরঙ্গে।
রাধামোহন কছু নাহি বুঝত
নিমগন যো রস-রঙ্গে।।