সজনি লো সই।
তিলেক দাঁড়াও খানিক শ্যামের
বাঁশীর কথাটি কই।। ধ্রু।।
শ্যামের বাঁশীটি দুপুর্যা ডাকাতি
সরবস হরি নিল।
হিয়া দগদগি পরাণ-পাগলী
কেন বা এমতি কৈল।।
এমতি বেভার না বুঝি তাহার
পীরিতি যাহার সনে।
গোপত করিয়া কেন না রাখিলে
বেকত করিলে কেনে।।
দোষ পরিহর বাঁশীটি সম্বর
আমরা তোমার দাসী।
চণ্ডীদাস ভণে কহিছ কেমনে
কানু-সরবস বাঁশী।