সজনি লো গোরারূপ জনু কাঁচা সোনা।
দেখিয়া যুবতী ত্যজে ঘরের বাসনা।।
বাঁকা ভুরু বাঁকা আঁখি চেনা সে চাহনি।
ও রূপে নয়ন দিলে হরে মান মণি।।
নয়নে লেগেছে রূপ না যায় পাশরা।
যেদিকে চাই দেখিতে পাই শুধুই সেই গোরা।।
চিনি চিনি লাগে কিন্তু চিনিতে না যায় পারা।
বাসু কহে নাগরি ঐ গোপীর মনচোরা।।