সজনি মৌনী পেঁখলু কাহে কান।
হেরি মঝু বদন পালটি মুখ বঙ্কিম
কাহে করল নাহি জান।।ধ্রু।।
বহুবিধ ভাবি অন্ত নাহি পাওল
কিয়ে ইথে আছয়ে বিশেষ।
যব হাম মান করল হরি সঙ্গতি
তব নাহি কৈল এতদেশ।।
যো হরি লাগি সহই গুরু গঞ্জন
গৃহপতি মতি ভেল আন।
সো পহুঁ এত মুঝে মান করব সখি
সপনেও না ছিল ভান।।
কহে হরেকৃষ্ণ ভাব না বুঝিয়ে
হরিপদে সোঁপি নিজ দেহ।
ধিক ধিক জীবন নারীক যৌবন
যাকর পরবশ নেহ।।