সজনি বাঁশী কেনে ডাকে নাম লইয়া।
জাতি কুল শীল মোর লইল হরিয়া।।
কিবা নিশি কিবা দিশি
সদাই ডাকয়ে বাঁশী
বাঁশীয়া না শুনে কারূ কথা।
বাঁশীয়া সন্ধান করি
মরমে হানিল মোর
পরাণ পুতলি আছে যথা।।
সজনি বাঁশী কেনে ডাকে নাম লইয়া।
জাতি কুল শীল মোর লইল হরিয়া।।
কিবা নিশি কিবা দিশি
সদাই ডাকয়ে বাঁশী
বাঁশীয়া না শুনে কারূ কথা।
বাঁশীয়া সন্ধান করি
মরমে হানিল মোর
পরাণ পুতলি আছে যথা।।