সজনি না বুঝই এ মঝু ভাগ।
আকুল চিত মঝু তাঁহি সজাগ।।ধ্রু।।
বচনহি নিজ করি না বোলয়ে রাই।
মুঞি জীবন বিনু না বোলই তাই।।
মঝু পরসঙ্গে সে না দেই কান।
তাহা বিনু মঝু মুখে না ফুরয়ে আন।।
সমাধান চাহি না হয়ে সমাধান।
তেঞি অতিরেক হানয়ে পাঁচবাণ।।
শেখর কহয়ে প্রিয় মন কর থীর।
সহজই নায়রি ভাব গভীর।।