সজনি তুহুঁ সে কহসি মঝু হীত।
হীত অহীত সবহুঁ হাম বুঝিয়ে
আনে হোয়ত বিপরীত।।ধ্রু।।
লঘু উপকার করয়ে যব সুজনক
মানয়ে শৈলসমান।
অচল হীত করয়ে মুরুখ জনে
মানয়ে সরিষপ্রমাণ।।
কানুক রীত ভীত মঝু চীতহিঁ
না জানি কি হয়ে পরিণাম।
ঐছন পিরীতিক বশ নাহি হোয়ত
যৈছন কীর সমান।।
কি কহব রে সখি কহি কহি দেখলুঁ
অতয়ে চাহি সমাধান।
যাকর যো গুণ কবহুঁ না যাওত
জ্ঞানদাস পরমাণ।।