সজনি কুদিন সুদিন অব ভেল।
চির দিনে মাধব মন্দিরে আওল
চিরদুখ অব দুর গেল।।
ব্রজভূমে যত তরু তারা সব মঞ্জরু
কুসুম হউক বিকশিত।
লইঞা কমল-গন্ধ পবন বহুক মন্দ
মদন হউক উপনীত।।
কোকিল কল কল গীত সুমঙ্গল
শুক কুর পঞ্চম গান।
ময়ূর ময়ূরীগণ অব করু নর্ত্তন
অলি চলু কমলিনী ঠান।।
তড়িত–জড়িতে ঘন করু অব বরিষণ
গগনে উদয় করু চন্দ।
রসের পদবী যত প্রহেলিকা শত শত
দীনবন্ধু করত প্রবন্ধ।।