সজনি কি হেরিলুঁ ও মুখশোভা।
অতুল কমল সৌরভ শীতল
তরুণীনয়ন অলিলোভা।।ধ্রু।।
প্রফুল্লিত ইন্দী- বর বরসুন্দর
মুকুরকান্তি মনমোহা।
রূপ বরণিব কত ভাবিতে থকিত চিত
কিয়ে নিরমল ছবি শোহা।।
বরিহা বকুলফুল অলিকুল আকুল
চূড়া হেরি জুড়ায় পরাণ।
অধর বান্ধুলীফুল শ্রুতি মণিকুণ্ডল
প্রিয় অবতংস বনান।।
হাসিখানি তাহে ভায় অপাঙ্গ ইঙ্গিত চায়
বিদগধ মোহন রায়।
মুরলীতে কিবা গায় শুনি আন নাহি ভায়
জাতি কুল শীল দিলুঁ তায়।।
না দেখিলে প্রাণ কান্দে দেখিলে না হিয়া বান্ধে
অনুখণ মদনতরঙ্গ।
হেরইতে চাঁদ মুখ মরমে পরম সুখ
সুন্দর শ্যামর অঙ্গ।।
চরণে নূপুরমণি সুমধুর ধ্বনি শুনি
রমনিক ধৈরজ অন্ত।
ও রূপসাগরে রস হিলোলে নয়ন মন
আটকিল রায় বসন্ত।।