সজনি কি পেখঁলু নীপমূলে ধন্দ।
এক বরণে কালা বিবিধ বিনোদ লীলা
লাবণ্য ঝরয়ে মকরন্দ।।ধ্রু।।
ভবজঅনুজ রথ তা তলে বিনতাসুত
কোরে কুমুদবন্ধু সাজে।
হরিঅরি সন্নিধান অলি বসি পুরে বাণ
রমণীমণির মনে বাজে।।
খগেন্দ্র নিকটে বসি রসেন্দ্র বাজায় বাঁশি
যোগীন্দ্র মুনীন্দ্র মুরছায়।
কুন্তীর নন্দন মূলে কশ্যপনন্দন দোলে
মনমথের মন মথে তায়।।
জলধিসুতাপতি তার উরে যায় স্থিতি
সে কেনে যমুনাজলে ভাসে।
শচীপতিরিপুসুতা- বাহন বিজুরি লতা
নিরীক্ষণ করে জ্ঞানদাসে।।