সজনি কি পুছসি হামারি অভাগি।
ব্রজকুলনন্দন চান্দ উপেখলু দারুণ মানকি লাগি।।
যাকর চরণ মুখ রুচি হেরইতে মুরছই কত কোটি কাম।
সো মঝু পদতলে ধরণি লোটাওই পালটি না হেরনু হাম।।
কাতর দিঠি মিঠ বচনামৃতে কত রীতে সাধল নাহ।
সো হাম শ্রবণসীমে নাহি শুনলু হিয়া তুষ-দহনকী দাহ।।
কৈছে হৃদয় করি কাঁহা সেবহু হরি দিবস লাগি মন ঝুর।
গোবিন্দদাস জব মোহে মিলায়োব তব হি মনোরথপুর।।