সজনি কি কহব তোহারি সোহাগ।
সো প্রিয়তম তন বয়ন নয়ন মন
এক তোহারি অনুরাগ।।ধ্রু।।
কত কত নাগরী সব গুণে আগরি
করু কত নয়নতরঙ্গ।
সো যব আওল কছু ও না জানল
তুয়া রস গমনতরঙ্গ।।
তুয়া গুণ গুণিগুণি কুঞ্জসদনে পুনি
জর জর বিরহ হুতাশ।
প্রেমতরঙ্গিণী তুহু রসরঙ্গিণী
অব চলু সো পিয়াপাশ।।
বহু মণিভূষণ জানহু দূষণ
যো রহে তনু রুচি ছায়।
সো সব পরিহরি অভিসরু রস ভরি
হরিবল্লভ যশ গায়।।